বইমেলা দুদিন বাড়ানোর দাবি, নতুন বই দুই হাজার ছুঁইছুঁই

বইমেলা

বইমেলা দুদিন বাড়ানোর দাবি, নতুন বই দুই হাজার ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক

বইমেলা দুই দিন বাড়াতে চান প্রকাশকরা। লেখক পাঠকরাও মনে করছেন মেলার সময় বাড়ালে মন্দ হয় না।  এরই মধ্যে মেলায় নতুন বইয়ের সংখ্যা দুই হাজার ছুঁইছুঁই। আরও অনেক বই আসার অপেক্ষায় রয়েছে।

 

হরেক রঙে, নানান ঢঙে মেলার সময়টুকু উদযাপন করেন দর্শনার্থীরা। বাহারি সাজে নিজেদের আনন্দ বাড়িয়ে দেয় কযেকগুণ। ছবির ফ্রেমে আনন্দস্মৃতি ধরে রাখতে চান অনেকে। তবে বই দেখা ও কেনার কমতি নেই।

এ যেন রথ দেখা আর কলা বেচা একসাথে। লেখকদের হরেক বইয়ের সমাহার আকর্ষণ করছে ক্রেতাদের। তবে এখনো অনেক নতুন বই আসতে বাকি।  

দর্শনার্থীদের এই আনন্দ আয়োজন আরও দুদিন বেশি থাকলে বেশ হয় বলে মনে করেন পাঠক, প্রকাশক ও লেখকরা। এরই মধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এ দাবি তুলেছে৷ 

আজ সোমবার মেলায় আসে ১১৫টি নতুন বই। ১৯ দিনে মেলায় মোট নতুন বইয়ের সংখ্যা ১৯৯৩টি।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক