হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

জয়পুরহাটে পাঁচবিবির আবু হোসাইন হত্যা মামলায় মা ও ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।  সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলী টুরার স্ত্রী সহিদা বেগম ও ছেলে রব্বানী, একই গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন এবং দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল ইসলাম।

২০১০ সালের ২৫ মার্চ সকালে পূর্বশত্রুতার জেরে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খড়ের গাদা থেকে খড় খোলার সময় ওই গ্রামের আবু তাহেরের ওপর আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

আবু তাহের গুরুতর আহত হন। তাকে বাঁচাতে তার ছেলে আবু হোসাইন ছুটে গেলে আসামিরা তাকেও আক্রমণ করে।

স্থানীয়রা আবু তাহের ও আবু হোসাইনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আবু তাহেরের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

 

অবস্থার আরও অবনতি হলে আবু হোসাইনকে ঢাকার ইবনে সিনা হাসপাতলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই রকম আরও টপিক