মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। রোববার 'দ্য সেলিব্রেশন ট্যুর' এ ওয়াশিংটনের সবথেকে জনবহুল শহর সিয়াটলে কনসার্ট করতে যান এই পপ গায়িকা। স্টেজ পারফর্ম করতে গিয়ে ৬৫ বছর বয়সী এই পপ তারকার সাথে ঘটে এক অভূতপূর্ব ঘটনা।
ম্যাডোনার শো দেখতে দর্শকাসন তখন ভরা, কোথাও কোনও ফাঁক নেই।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে গান করছেন গায়িকা।
তবে বোঝা গেল যতই সামলে নেওয়ার চেষ্টা করুন না কেন, তিনিও আকস্মিক পড়ে যাওয়ার কারণে অস্বস্তিতে ছিলেন। আর তাতেই গানের কথা ভুলে যান। শুয়ে গাইতে গিয়ে হেসে ফেলে বলেন, ‘ইস আমি কথা ভুলে গিয়েছি…। ’
পরে অবশ্য চিত্রশিল্পী তাঁর হাত ধরে তুলতেই তিনি ফের চেয়ারে উঠে গান গাইতে শুরু করেন।
ভিডিও দেখুন এখানে।
news24bd.tv/TR