হঠাৎ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বাতিল কেন, প্রশ্ন বিএনপি নেতার

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

হঠাৎ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বাতিল কেন, প্রশ্ন বিএনপি নেতার

অনলাইন ডেস্ক

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হঠাৎ করে সরকার কেন এমন সিদ্ধান্ত নিল সে বিষয়ে প্রশ্ন রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে দলীয় প্রতীকে নির্বাচন লাগবে না। এর কারণ কী? যেভাবে দলীয় সরকারের অধীনে প্রতীক ছাড়া (উপজেলা) নির্বাচন দিচ্ছেন, তেমনিভাবে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন দিন।

যাতে সুন্দর নির্বাচনে সকল দল অংশগ্রহণ করতে পারে, সে পরিবেশ তৈরি করুন।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ও সুধারাম থানা বিএনপির কোষাধ্যক্ষ প্রবাসী আলমগীর কবিরের নতুন বাড়ি উদ্বোধন ও দাওয়াত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সিনিয়র নেতা মাহবুব আলমগীর আলো, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মদ, বিএনপি নেতা আবু হানিফ, অ্যাডভোকেট নুর নবীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাতসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

৫ শতাধিক লোকের জন্য এ আয়োজন করা হয়।
news24bd.tv/আইএএম