গৃহকর্মী প্রীতি উরাংয়ের হত্যাকারীদের সাজার দাবি জাতীয় মানবধিকার কমিশনের 

সংগৃহীত ছবি

গৃহকর্মী প্রীতি উরাংয়ের হত্যাকারীদের সাজার দাবি জাতীয় মানবধিকার কমিশনের 

অনলাইন ডেস্ক

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার ছাদ থেকে ফেলে দিয়ে গৃহকর্মী প্রীতি উরাংকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সাজার দাবি জানিয়েছে জাতীয় মানবধিকার কমিশন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিউজ টোয়েন্টিফোরকে মুঠোফোনে এ কথা জানান কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, মামলাটি বিচারাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে মামলার সুষ্ঠু তদন্ত হলে অপরাধীদের বিচার হবে।

 

চলতি মাসের ৬ তারিখ সকালে মোহাম্মদপুরের শাজাহান রোডের বহুতল বাড়ির নিচতলা থেকে গৃহকর্মী প্রীতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে, প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। এরই মধ্যে প্রীতি উরাংয়ের হত্যা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল ও তার স্ত্রীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

news24bd.tv/আইএএম