ফকির আলমগীরের জন্মদিন আজ

ফকির আলমগীরের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক

গণসংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফকির আলমগীরের জন্মদিন আজ (২১ ফেব্রুয়ারি)। বিশেষ এই দিনে নানা আয়োজনে তাঁকে স্মরণ করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে ভূমিকা রেখেছেন ফকির আলমগীর।

দেশীয় সংগীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধনে তিনি ও সমসাময়িক কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান।

সেই ধারার বিকাশে ফকির আলমগীরের রয়েছে বিশেষ অবদান।

ফকির আলমগীরের জন্ম ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।  তার বাবার নাম মৌলভী হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা শিল্পী।

তিনি ভাঙ্গার কালামৃধা গোবিন্দ হাইস্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি স্নাতক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন যারা 

ফকির আলমগীর মুক্তিযুদ্ধে একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংগীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন। সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফকির আলমগীর পেয়েছেন একুশে পদক। ২০২১ সালের ২৩ জুলাই মারা যান গুণী এই শিল্পী।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক