অটোরিকশায় ব্যানার টাঙিয়ে পাত্রী খুঁজছেন যুবক!

অটোরিকশায় ব্যানার টাঙিয়ে পাত্রী খুঁজছেন যুবক!

অটোরিকশায় ব্যানার টাঙিয়ে পাত্রী খুঁজছেন যুবক!

অনলাইন ডেস্ক

বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্বটা বেশিরভাগ সময় পরিবারের কাঁধেই থাকে। অনেক সময় পাত্র নিজেই পাত্রী পছন্দ করেন। সমাজের প্রচলিত এই ধারা ভেঙে এবার অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। নিজের জন্য পাত্রী খুঁজতে ব্যানার টাঙিয়েছেন তিনি।

তাও আবার নিজের অটো রিকশায়।  তার এমন কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের দামোহ শহরে।  

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২৯ বছর বয়সী ওই যুবকের নাম দীপেন্দ্র রাঠোর।

তার বাড়ি মধ্যপ্রদেশের দামোহ শহরে। নিজের ই-রিকশায় ব্যানার লাগিয়ে পাত্রী খুঁজছেন তিনি। সঙ্গে ছবি ও ব্যক্তিগত তথ্যও দিয়েছেন।

দীপেন্দ্র রাঠোরের দাবি, সমাজে মেয়ের অভাব। সে কারণেই বিয়ে করতে চেয়েও মনের মতো পাত্রী পাচ্ছেন না! 

তিনি জানান, ধর্ম বা জাতপাত কোনো বাধা নয়। চাইলে যে কোনো মেয়েই তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন।  

তিনি আরও জানান, অনলাইনে বিভিন্ন গ্রুপেও যুক্ত হয়েছিলেন, কিন্তু নিজের শহরে বিয়ে করার মতো কাউকে খুঁজে পাননি। এরপরই নিজের অটো রিকশায় ব্যানার লাগানোর সিদ্ধান্ত নেন।

news24bd.tv/aa