পাকিস্তানে সরকার গঠন নিয়ে অচলাবস্থার অবসান হলো

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি একজোট হয়ে কোয়ালিশন সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানে সরকার গঠন নিয়ে অচলাবস্থার অবসান হলো

অনলাইন ডেস্ক

পাকিস্তানের দুই বৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি একজোট হয়ে কোয়ালিশন সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মতে, এই দুটি দল একজোট হওয়ার পরে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন সংখ্যা নিশ্চিত হয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফের পাশে বিলাওয়াল ভুট্টোকে বসে থাকতে দেখা যায়।

ভুট্টো জানান, শরীফই হতে যাচ্ছেন কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী। পাশাপাশি, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভূট্টোর বাবা আসিফ আলী জারদারিকে বাছাই করার কথাও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ জানান, মুসলিম লীগ-পিপিপি কোয়ালিশন সরকারের প্রতি অন্যান্য ছোটো দলগুলোর সমর্থন রয়েছে।

টানা ১০ দিন ধরে চলা সমঝোতার পর এ সিদ্ধান্তে পৌঁছালো দল দুটি।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৩৪টি আসন পায়নি।

আরেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সমর্থনপুষ্ট স্বতন্ত্র প্রার্থীরা ৯৩টি আসনে জিতলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন কিংবা অন্য কোনো দলের সাথে কোয়ালিশন কোনোটাই ব্যবস্থা করতে পারেননি।

আরও পড়ুন: অচলাবস্থায় পাকিস্তান

তেহরিক-ই-ইনসাফের ওপরে সরকারি নিষেধাজ্ঞা থাকায় দলটির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

৭৯টি আসন নিয়ে সরকার গঠনের ক্ষেত্রে প্রথম অবস্থানে আছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। ৫৪ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান পিপলস পার্টি, এবং এই দলের কোয়ালিশনের ফলে খুব সহজেই তারা সরকার গঠন করতে পারবে।

দল দুটির কোয়ালিশন গঠন করার খবরে তেহরিক-ই-ইনসাফ দলের নেতারা শরীফ ও ভুট্টোকে ‘ম্যান্ডেট চোর’ বলে আখ্যা দিয়েছেন।

এদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে পিটিআই, যা গত শনিবার একজন নির্বাচন কমিশনারের পদত্যাগের মধ্য দিয়ে বৈধতা পেয়েছে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে দেশটির সাধারণ পরিষদের অধিবেশন ডাকতে হবে, যার পরে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা হবে।

news24bd.tv/ab