মাশরুম গলৌটি কাবাব যেভাবে বানাবেন

মাশরুম গলৌটি কাবাব যেভাবে বানাবেন

অনলাইন ডেস্ক

চিকেন কিংবা বিফ কাবাব তো অনেক খেয়েছেন। এবার বাড়িতে মাশরুম দিয়ে বানিয়ে নিতে পারেন গৌলটি কাবাব। নিম্নে দেখে নিন রেসিপি।

উপকরণ:

মাশরুম: ৫০০ গ্রাম

তেল: ৫-৬ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: আধ কাপ

নুন: স্বাদমতো

কাঁচালঙ্কা কুচি: ৫-৬টি

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

ছানা: ১৫০ গ্রাম

ছাতু: ৪-৫ টেবিল চামচ

প্রণালী:

একটা পাত্র গরম করে তাতে তেল, পেঁয়াজ কুচি, নুন দিয়ে ভাল করে ভেজে নিন।

এর পর তাতে কাঁচালঙ্কা কুচি, আদা-রসুন বাটা দিয়ে নাড়াাচাড়া করুন। এবার একে একে হলুদ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে মাশরুম আর ছানা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটা নামিয়ে গোটাটাই মিক্সিতে বেটে নিতে হবে।
একটা প্লেটে মিশ্রণটি বার করে ঠান্ডা করে নিন। এবার মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে ছাতু মেশাতে থাকুন। হাতে ঘি বা সাদা তেল দিয়ে কাবাবের আকারে গড়তে নিন। পাত্রে সামান্য তেল গরম করে বানিয়ে রাখা কাবাবগুলির দু’দিক ভাল করে ভেজে নিন। দেখতে হবে যেন দু’টি দিকই সমানভাবে রান্না হয়। এরপর পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মাশরুম গলৌটি কাবাব।  

news24bd.tv/TR   
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর