মেসি-সুয়ারেজের পুনর্মিলনীর ম্যাচে মায়ামির জয়

মায়ামির জার্সিতে একসাথে খেললেন মেসি সুয়ারেজ (ছবি: সংগৃহীত)

মেসি-সুয়ারেজের পুনর্মিলনীর ম্যাচে মায়ামির জয়

অনলাইন ডেস্ক

সেই ২০২০ সালের আগস্ট মাসে একসঙ্গে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস এবং জর্ডি আলবা। যদিও বায়ার্নের বিপক্ষে সেই ম্যাচে ৮-২ গোলের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

কিন্তু রিয়েল সল্ট লেকের বিরুদ্ধে মায়ামির এই ম্যাচে বার্সার সাবেক এই চার সতীর্থ শুধু খেলেননি বরং নিজেদের সেই ঐতিহ্য ধরে রেখেছেন। মৌসুমের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়েছে মায়ামি।

ঘরের মাঠের চেস স্টেডিয়ামে মায়ামির জন্য জয়সূচক গোল দুটি করেন রবার্ট টেলর ও ডিয়েগো গোমেজ। মেসি তার সেই চিরচেনা ভঙ্গিতে দুটি এসিস্ট করেছেন।

মায়ামির জন্য সময়টা ভালো যাচ্ছিলো না। কারণ প্রাক-মৌসুমে ৭ ম্যাচের মাত্র ১টিতে জয়ের মুখ দেখে তারা।

হেরেছে ৪ ম্যাচে। মায়ামির একমাত্র জয় ছিলো হংকং একাদশের বিপক্ষে। এর আগে সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে মেসিদের হজম করতে হয়েছিলো ৬ গোল। সেইদিন মাঠে খেলছিলেন মেসি। কিন্তু গ্যালারিতে বসে সতীর্থদের সাহস যোগাচ্ছিলেন রোনালদো।

আরও পড়ুন: হলান্ডের গোলে আর্সেনালকে টপকালো ম্যানসিটি

গত মৌসুমে মেসি যখন ইন্টার মায়ামিতে আসেন তখন ক্লাবটি ছিলো পয়েন্ট তালিকার তলানিতে। সেই অবস্থান থেকে থেকে টুর্নামেন্ট জিতিয়ে মায়ামিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই তারকা।

news24bd.tv/SC