দেশে অনেক ছোট দল আছে, বিএনপি তেমন একটি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

দেশে অনেক ছোট দল আছে, বিএনপি তেমন একটি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি এখন কোনোভাবেই বিরোধী দল নয়। তারা নিজেরাও তা মনে করে না। মন্ত্রী বলেন, দেশে অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, বিএনপি এখন সেরকম একটি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সরকারের বিরুদ্ধে যেসব সভা সমাবেশ করছেন তা যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকারের কিছু বলার নাই।

তবে, এসবের নামে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে।

মন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের ঘটনার দায় এড়াতে পারে না বিএনপির প্রথম সারির নেতারা। সেই মামলায় তারা আটক হয়েছে। আদালত চেয়েছে তাই তারা কারাগার থেকে মুক্ত হয়েছে।

এখানে সরকারের কিছু করার নাই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আরাকানে অশান্ত পরিবেশের কারণে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। যারা আছেন তাদের দ্রুত ফেরত দিতে চেষ্টা অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, সৌদি আরবের সাথে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে দেশটি।  সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে এই প্রস্তাব দেয়া হয়েছে। বন্দি বিনিময় চুক্তিতে আপত্তি নেই বাংলাদেশের। প্রস্তাব পাওয়ার পর ভেবে দেখা হবে বিষয়টি। চুক্তি হলে দুই দেশে থাকা অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে।

news24bd.tv/FA