ধর্ষণ মামলায় ব্রাজিলিয়ান ফুটবলার আলভেজের কারাদণ্ড

সাবেক বার্সেলোনা ফুটবলার দানি আলভেজ - ফাইল ছবি

ধর্ষণ মামলায় ব্রাজিলিয়ান ফুটবলার আলভেজের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ অপরাধে তাকে সাড়ে ৪ বছর কারাবাসের শাস্তি দিয়েছে স্পেনের একটি আদালত। এছাড়া ভুক্তভোগীকে জরিমানা হিসেবে ১ লাখ ৫০ হাজার ইউরো দিতে আলভজকে আদেশ দিয়েছে আদালত।   

বার্সেলোনার আদালত রায়ে বলেছেন, ‘ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ’ 

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। অভিযোগ করা সেই নারী বলেন, তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন আলভেজ। গত জানুয়ারিতে ৪০ বছর বয়সী সাবেক এই বার্সা রাইট-ব্যাককে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকে জেলেই ছিলেন তিনি।  

যদিও বরাবরই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছিলেন আলভেজ। ২০২৩ সালে স্প্যানিশ টিভি চ্যালেঞ্জ আন্তেনা থ্রি'তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সেদিন আমি নাচছিলাম এবং কারও জায়গা দখল না করে ভালো সময় পার করছিলাম। আমি জানিও না এই মহিলা কে, আর একজন মহিলার সঙ্গে আমি এ কাজ কীভাবে করতে পারি!

news24bd.tv/SHS