বার্সা নাপোলির ম্যাচে জিতলো না কেউই

প্রতিদ্বন্দ্বিতামূলক বার্সা-নাপোলির ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়েছে

বার্সা নাপোলির ম্যাচে জিতলো না কেউই

অনলাইন ডেস্ক

ম্যারাডোনা ডার্বিতে নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। বুধবার (২১ ফেব্রুয়ারি) নাপোলির দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে ৬০ মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু সেই লিড শেষ অব্দি ধরে রাখতে পারেনি জাভির দল।

৭৬ মিনিটের মাথায় নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন।

আর কিছুক্ষণ লিড ধরে রাখতে পারলে জয় হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তো বার্সা।

বার্সা কোচ জাভি বলেছেন, এভাবে খেলতে পারলে সামনের ম্যাচগুলোতে আমরা আশাবাদী। আমাদের আক্রমণ ও রক্ষণ বেশ ভালো ছিলো। প্রথম গোলের পর আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম।

জয়টা আমাদের প্রাপ্য ছিলো। কিন্তু এটা চ্যাম্পিয়নস লিগ। এখানে ভুলের কোনো সুযোগ নেই।

অন্যদিকে বার্সার বিপক্ষে ড্র করে এক পয়েন্ট পাওয়া নাপোলির কোচ ফ্র্যান্সেসকো কাটজোন নিজেদের অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি জানিয়েছেন, পিছিয়ে থেকেও ফিরে এসেছি আমরা। কিন্তু আমাদের কৌশলগত কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। যদিও বদলি খেলোয়াড়দের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছি।

news24bd.tv/SC