পুলিশকে ধন্যবাদ দিলেন কনকচাঁপা

কনকচাঁপা

পুলিশকে ধন্যবাদ দিলেন কনকচাঁপা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরাজগঞ্জ-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী দেশের জনপ্রিয় ও নন্দিত কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক করা হয়। এ ঘটনায় তিনি রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসারদের আন্তরিকতার কারণে হারানো অ্যাকাউন্ট ফিরে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী।  

অ্যাকাউন্ট ফিরে পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কনকচাঁপা।

তিনি বলেছেন, ‘বাংলাদেশে পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসাররা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে দিনরাত কাজ করে আমার ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ উদ্ধার করে দিয়েছেন। এজন্য তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ’

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা কনকচাঁপার আইডিটি হ্যাক হয়। এর পর হ্যাকাররা আইডি ফেরত দেয়ার জন্য মেসেঞ্জারে তার কাছে অর্থ দাবি করে।

এ ঘটনায় ওই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে কনকচাঁপা বলেন, ‘যেহেতু আমার ফেসবুক আইডি এবং ফ্যান পেজ আপাতত আর আমার কন্ট্রোলে নেই তাই যদি এর পরবর্তী সময়ে কোনও ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেওয়া হয় তাহলে এর দায়ভার আমার থাকবে না। ’

তিনি আরও বলেন, ‘আমি একজন সঙ্গীতশিল্পী। এদেশের গান পাগল মানুষ আমার গানকে ভালোবেসে। তারা আমাকে আজকের কনকচাঁপায় পরিণত করেছেন। দেশ এবং দেশের মানুষের জন্য একজন শিল্পী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি নিবেদিত হয়ে সারা জীবন কাজ করে যেতে চাই। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর