আইপিএলে মোস্তাফিজদের প্রথম ম্যাচ ২২ মার্চ 

চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল

আইপিএলে মোস্তাফিজদের প্রথম ম্যাচ ২২ মার্চ 

অনলাইন ডেস্ক

আগামী মার্চে শুরু হতে যাচ্ছে আইপিএলের নতুন মৌসুম। ২২ মার্চ ভারতে বসতে যাওয়া বিশ্বসেরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করেছে আয়োজকরা। সূচি অনুযায়ী, আসর শুরুর দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত খেলার সূচি ঘোষণা করেছে আয়োজকরা।

আসরের বাকি অংশের সূচি পরে দেওয়া হবে। বিশেষ করে, নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলে।

জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে পুরো আসর দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে কিছু খেলা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার পুরো আসরই অনুষ্ঠিত হবে ভারতে।

১০ দলের অংশগ্রহণে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে পর্দা নামবে আইপিএলের। এর পাঁচ দিন পরই (১ জুন) যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি২০ বিশ্বকাপ।  

প্রথম ধাপের সূচিতে চারটি ম্যাচ খেলবে মোস্তাফিজের চেন্নাই। উদ্বোধনী দিনের পর ২৬ মার্চ গুজরাট, ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালস ও ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।

news24bd.tv/SHS