নাভালনিকে গোপনে দাফনের চেষ্টা চলছে: লুদমিলা নাভালনায়া

আলেক্সেই নাভালনিকে গোপনে দাফনের জন্য চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন নাভালনির মা লুদমিলা নাভালনায়া।

নাভালনিকে গোপনে দাফনের চেষ্টা চলছে: লুদমিলা নাভালনায়া

অনলাইন ডেস্ক

ভ্লাদিমির পুতিনের সমালোচক আলেক্সেই নাভালনিকে গোপনে দাফনের জন্য চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন নাভালনির মা লুদমিলা নাভালনায়া। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রচারিত এক ভিডিওতে তিনি এই অভিযোগ তোলেন। খবর আল জাজিরার।

লুদমিলা বলেন, সরকার আমাকে মর্গে গিয়ে আমার ছেলের লাশ দেখতে দিয়েছে।

কিন্তু তারা আমাকে গোপনে আমার ছেলের সৎকার করার জন্য চাপ প্রয়োগ করছে। তারা চায় নাভালনির শেষকৃত্যে কোনো মানুষ না থাকুক, যা আমি মানি না।

এ ব্যাপারে রাশিয়া সরকার কোনো মন্তব্য করেনি।

বুধবার(২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাভালনিকে দেখতে মর্গে যান লুদমিলা।

এর আগে মঙ্গলবার নিজের ছেলেকে দেখার জন্য পুতিনকে অনুরোধ করেছিলেন তিনি।

আরও পড়ুন: পোলার উলফ কারাগারে নাভালনির কাটানো দিনগুলো

নাভালনির মৃত্যু সনদে ‘স্বাভাবিক মৃত্যু’ উল্লেখ করার কথা জানিয়েছে তার সমর্থকগোষ্ঠী।

ভিডিওতে লুদমিলা বলেন, তদন্তকারীরা নাভালনির মৃত্যুর কারণ সম্পর্কে অবগত। তারা কাগজপত্র তৈরি করে রেখেছিল, যাতে আমি সই করে এসেছি। আইন অনুযায়ী আমার কাছে নাভালনির লাশ হস্তান্তর করার কথা থাকলেও তারা এখনও তা করেনি। বরং তারা আমাকে কখন, কোথায়, কিভাবে আমার ছেলেকে দাফন করতে হবে সে ব্যাপারে চাপ প্রয়োগ করছে।

লুদমিলা আরও বলেন, আমি এই ভিডিওটি তৈরি করছি কারণ সরকার আমাকে হুমকি দিচ্ছে। তারা বলছে আমি যদি গোপনে আমার ছেলেকে দাফন না করি তাহলে তারাই কিছু একটা করে বসবে।  

ছেলের দাফনের ক্ষেত্রে কোনো বিশেষ শর্ত চান না বলে ভিডিওতে লুদমিলা জানিয়েছেন।

news24bd.tv/ab