পাকিস্তানের মতো নির্বাচন বাংলাদেশে হয়নি বলে অনেকের মন খারাপ: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাকিস্তানের মতো নির্বাচন বাংলাদেশে হয়নি বলে অনেকের মন খারাপ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

পাকিস্তানের মতো নির্বাচন বাংলাদেশে হয়নি বলে অনেকের মন খারাপ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে মিউনিখ নিরাপত্তা সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন পতিহত করতে না পেরে দেশে দুর্ভিক্ষ ঘটাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছিল। এখনো ষড়যন্ত্র হচ্ছে।

নির্বাচন যারা চায়নি তারাই এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।  

তিনি বলেন, যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আমি উদ্বোধনী বক্তব্য প্রদান করি। বক্তব্যে সব রকমের যুদ্ধ অবিলম্বে বন্ধের করার আহ্বান জানিয়েছি।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি জার্মানিতে (সোমবার) তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
news24bd.tv/আইএএম