ভারত সিরিজের মাঝখানে দল ছাড়লেন রেহান 

ইংলিশ স্পিনার রেহান আহমেদ

ভারত সিরিজের মাঝখানে দল ছাড়লেন রেহান 

অনলাইন ডেস্ক

চলতি ভারত সিরিজের মাঝখানেই ইংল্যান্ড দল ছাড়লেন স্পিনার রেহান আহমেদ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পারিবারিক কারণেই ভারত ছেড়েছেন রেহান।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থটি শুরু হয়েছে রাঁচিতে। এই টেস্টের ইংল্যান্ড একাদশে রাখা হয়নি রেহানকে।

পরে ইসিবি থেকে এক বিবৃতিতে জানানো হয়, জরুরি পারিবারিক প্রয়োজনে ভারত ছাড়ছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। তার দেশে ফেরার সঙ্গে একাদশে জায়গা পাওয়ার সম্পর্ক নেই বলেই জানা গেছে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টেস্টে ১১ উইকেট নেন রেহান। তবে সর্বশেষ রাজকোট টেস্টে খুব একট সুবিধা করতে পারেননি তিনি।

দুই ইনিংসে ১৯৩ রান খরচ করে তোলেন মোটে ৩ উইকেট।

সিরিজের চতুর্থ টেস্টে রেহানের বদলে অফ স্পিনার শোয়েব বাশিরকে একাদশে ফিরিয়েছে ইংল্যান্ড। একাদশের অন্য বিশেষজ্ঞ স্পিনার টম হার্টলি। চলতি সিরিজেই অভিষিক্ত বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত নিয়েছেন দলের সর্বোচ্চ ১৬ উইকেট।

news24bd.tv/SHS