সৌদিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, জনগণকে নিরাপদে থাকার পরামর্শ
অনলাইন ডেস্ক
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর (ডিজিসিডি) থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে এক পূর্বাভাসে জানানো হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) দেওয়া সর্বশেষ আপডেটে সাধারণ মানুষকে বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এছাড়া আকস্মিক বন্যা হতে পারে এমন অঞ্চল-বিশেষ করে নিম্নাঞ্চলীয় উপত্যকা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা।
সংস্থাটির কর্মকর্তারা ব্যাপক ভারী বৃষ্টির পাশাপাশি শিলা, ঝড়ো বাতাসের ব্যাপারে সতর্কতা দিয়েছেন। তারা বলেছেন, বৃষ্টি ও বাতাসের কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা হ্রাস পেতে পারে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অন্যান্য অঞ্চলের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। রাজধানী ও আশপাশের অঞ্চলে পুরো সপ্তাহব্যাপী হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মদিনা, হাইল, আল...
ইসরায়েলের উত্তর-পূর্বের দুই শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় ৩০ ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের উত্তর-পূর্বে ইসরায়েলি শহর হাশারনে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে।
তাছাড়া মধ্য ইসরায়েলের তেল আবিবের উত্তর-পূর্বে আরেক শহর তিরায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছে।
এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার মেজর জেনারেল ওরি গর্ডিন লেবাননে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনা রেডিও।
টহল দেওয়ার সময় গাড়ি উল্টে তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে গাড়িটি কীভাবে উল্টে গেল তা বলা হয়নি। কমান্ডারকে হাসপাতালে চিকিৎসা শেষে পরে ছেড়ে দেওয়া হয়।
ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে দক্ষিণ লেবাননে এবং...
ইসরায়েলের উত্তর-পূর্বের দুই শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় ৩০ ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের উত্তর-পূর্বে ইসরায়েলি শহর হাশারনে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে।
তাছাড়া মধ্য ইসরায়েলের তেল আবিবের উত্তর-পূর্বে আরেক শহর তিরায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছে।
এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার মেজর জেনারেল ওরি গর্ডিন লেবাননে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনা রেডিও।
টহল দেওয়ার সময় গাড়ি উল্টে তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে গাড়িটি কীভাবে উল্টে গেল তা বলা হয়নি। কমান্ডারকে হাসপাতালে চিকিৎসা শেষে পরে ছেড়ে দেওয়া হয়।
ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে দক্ষিণ লেবাননে এবং...
ট্রাম্প এবারও আগাম বিজয় ঘোষণা করলে যা করবেন কমলা হ্যারিস
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র কিছুদিন বাকি থাকতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জরিপে। তবে নির্বাচনের ফল ঘোষণার আগেই যদি ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কমলা হ্যারিসের দল।
কমলার প্রচার শিবির ও দলের নেতারা জানিয়েছেন, ট্রাম্প যদি ২০২০ সালের মতো নির্দিষ্ট সময়ের আগেই বিজয়ের দাবি করেন, তবে তা প্রতিহত করতে এবং ভোট গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করতে জনগণকে আহ্বান জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাবেন কমলা।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমলা হ্যারিস জনগণকে ধৈর্য ধরে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলবেন, যাতে কোনো...