অর্থ হাতিয়ে নিতে প্রতারকদের প্রশ্নফাঁসের গুজব: ঢাবি উপাচার্য

অর্থ হাতিয়ে নিতে প্রতারকদের প্রশ্নফাঁসের গুজব: ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক

প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে একটা চক্র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে প্রশ্নফাঁসের গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেছেন, তিনদিন ধরে অনলাইন মাধ্যমে একদল প্রতারক চক্র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে গুজব ছড়িয়ে আসছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ঢাবি উপাচার্য বলেন, ‘এই প্রতারক চক্রের মূল কাজ হলো আমাদের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক যারা এ সম্পর্কে জানেন না, তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া। এজন্যই তারা প্রশ্নফাঁসের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এই চক্রের হাতে প্রতারিত হওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি। ’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে সতর্ক থাকার কথা জানিয়েছি।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা হয়েছে। আশা করি, দ্রুত চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হবে। ’

এসময় উপাচার্য জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ তথা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ‘খ’ ইউনিটের পরীক্ষায় দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ২৭৯টি। সে হিসাবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করছেন।

news24bd.tv/SHS  

এই রকম আরও টপিক