নারীদের স্বনির্ভর করতে যা যা দরকার তাই করছেন প্রধানমন্ত্রী: পলক

নারী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণকালে কথা বলছেন জুনাইদ আহমেদ পলক - নিউজ টোয়েন্টিফোর

নারীদের স্বনির্ভর করতে যা যা দরকার তাই করছেন প্রধানমন্ত্রী: পলক

সাতক্ষীরা প্রতিনিধি

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের অগ্রাধিকার দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বনির্ভর করতে যা যা দরকার তাই করছেন।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ২৪০ জন নারী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় তার সঙ্গে সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা প্রশাসক হুমায়ুন কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার খুদে বিজ্ঞানী বোরহান উদ্দিনকে জেট বিমান বানানোর পুরস্কার হিসেবে এসময় ৫ লাখ টাকা দেওয়ারও ঘোষণা দেন প্রতিমন্ত্রী পলক।

news24bd.tv/SHS  

এই রকম আরও টপিক