রাস্তায় ট্রাফিক সিগন্যাল সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

রাস্তায় ট্রাফিক সিগন্যাল সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

যানজটের নগরী রাজধানী ঢাকা। বিভিন্ন সড়কে ট্রাফিক সিগন্যালে লাইট থাকলেও দীর্ঘদিন ধরে সেগুলো অচল অবস্থায় রয়েছে। সেই লাইট সিস্টেমগুলো পুনরায় সচলের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে জার্মানির মিউনিখ সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) আইজিপির সঙ্গে কথা বলেছি, আমাদের ট্রাফিক লাইটগুলোকে সচল করে দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য। ’

তিনি বলেন, ‘মেট্রোরেলের কারণে সড়কে যানজট অনেকটাই কমেছে। আগের মতো অতিরিক্ত চাপ নেই। এখন ট্রাফিক লাইটের পদ্ধতিতে চলে গেলে... খুব সমস্যা হবে না।

বারবার যদি চলে... চলমান থাকলে যতক্ষণই লাগুক, ততক্ষণ বসে আছি- এই অনুভূতি হবে না। ’

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে। বার বার এটা হচ্ছে। গণতান্ত্রিক ধারাটা আমরা বজায় রেখেছি। নির্বাচন বানচাল করতে চেয়েও পারেনি। এখন পেটে ভাত নেই, এই অভিযোগ নেই। ১৫ বছরের পরিবর্তন হলো- মানুষ পেঁয়াজের দাম, মাংসের দাম নিয়ে কথা বলেন। ’

আরও পড়ুন: মজুতদারদের গণধোলাই দেওয়া উচিত: শেখ হাসিনা

নির্বাচন নিয়ে বিশ্বনেতাদের কোনো উদ্বেগ বা প্রশ্ন নেই জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বনেতারা জানতো আমিই জিতবো। প্রশ্ন তারাই তুলছে যারা ঠেকাতে চেয়েছিল। একদেশে (পাকিস্তানে) ভোটের পর ঘণ্টার পর ঘণ্টাতেও ফলাফল ঠিক করা যায় না। সেই ভোট ভালো। আর যে দেশ সময়মত ভোট কাউন্ট থেকে শুরু করে সবকিছু করলো, তাদের ভোট ভালো না। আসলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হইনি আমি। ’

সরকার প্রধান বলেন, ‘রমজানে কোনো জিনিসের অভাব হবে না। নিত্যপণ্যের কোনো সংকট হবে না। সেই ব্যবস্থা আগে থেকেই নিয়েছি। ’

news24bd.tv/DHL