বাগেরহাটে দোকানে আগুন, কিশোরের মৃত্যু

বাগেরহাটে দোকানে আগুন, কিশোরের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালীর দেপাড়া বাজারের দোকারে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধোপাখালী ইউনিয়ন পরিষদ এলাকায় সাদমান স্টোর নামে একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।

এ সময়ে মুদি দোকান সাদমান স্টোরে আটকে পড়া অগ্নিদগ্ধ সামিউজ্জামান অন্তর (১৫) ও হাবিব হোসেনকে (১৫) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ হয়ে নিহত আমিরুল ইসলাম দোকান মালিক ধোপাখাখী গ্রামের রেজাউল মুন্সির ছেলে।

আগুনে দোকানটিতে থাকা ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ধোপাখালী ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মুদি দোকান সাদমান স্টোরে আগুন লাগায় তাৎক্ষণিকভাবে আহত তিনজন অগ্নিদগ্ধ হন। কচুয়া ফায়ান সাভিৃসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিকের ছেলে অগ্নিদগ্ধ আমিরুল ইসলামকে (১৬) বাগেরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দোকানে আটকে পড়ে অগ্নিদগ্ধ সামিউজ্জামান অন্তর (১৫) ও হাবিব হোসেনকে (১৫) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিট বা দোকানে বিক্রির জন্য রাখা পেট্রোল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান ইউপি চেয়ারম্যান।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক