মঙ্গল গ্রহে দশ লাখ লোক পাঠানোর পরিকল্পনা ইলন মাস্কের

মঙ্গলগ্রহে ১০ লক্ষ মানুষ পাঠাতে চান ইলন মাস্ক (ছবি: বিজনেস ইনসাইডার)

মঙ্গল গ্রহে দশ লাখ লোক পাঠানোর পরিকল্পনা ইলন মাস্কের

অনলাইন ডেস্ক

বিভিন্ন সময়ে মহাকাশ নিয়ে বিভিন্ন বক্তব্য দেন টেসলা প্রধান এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। পৃথিবীর বাইরে মানুষ পাঠানোর জন্য তার চিন্তাভাবনায় এবার যোগ হয়েছে নতুন এক মাত্রা। ইলন মাস্ক জানিয়েছেন, তিনি তার 'গেম প্ল্যানের' অংশ হিসেবে মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষ পাঠাতে চান।  

এর আগে অবশ্য তিনি এক বক্তব্যে বলেছিলেন, ২০২৯ সালের আগেই মঙ্গল গ্রহে মানুষের উপস্থিতি দেখার পরিকল্পনা করা হচ্ছে।

কিন্তু মাস্কের স্পেসএক্স ইতোমধ্যে ২০২৬ সালের একটি লক্ষ্য স্থির করে ফেলেছিলো। সেই হিসেবে ২০২৬ সাল নাগাদ মানুষসহ মঙ্গলযাত্রা করতে পরিকল্পনা গ্রহণ করা শুরু করেছিলো স্পেসএক্স। যদিও পরবর্তীতে ইলন মাস্ক নিজেই ২০২৬ সালের পরিবর্তে ২০২৯ সাল পর্যন্ত এই পরিকল্পনাকে দীর্ঘায়িত করেছেন।

এই ঘটনার পর থেকে স্পেস মিশন নিয়ে মুখ খোলেননি ইলন মাস্ক।

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্টে তিনি লিখেছেন, 'আমরা ১ মিলিয়ন মানুষকে মঙ্গল গ্রহে নেয়ার পরিকল্পনা তৈরি করছি। '

এ ঘটনার আগে একজন এক্স ব্যবহারকারী লিখেছিলেন, স্টারশিপই কি এখনও পর্যন্ত সবচেয়ে বড় রকেট এবং মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে? সেই প্রশ্নের উত্তর দিতে ভোলেননি মাস্ক। উত্তরে তিনি জানান, 'মঙ্গল গ্রহ নিয়ে এখনও অনেক কাজ করা দরকার। একদিন মঙ্গল গ্রহের যাত্রা হবে ফ্লাইট ট্রিপের মতো, অর্থাৎ মানুষ বিমানের মতো ভ্রমণ করে মঙ্গলে পৌঁছাবে। '

যদিও গত বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক বলেছিলেন, 'বিশ্বের সবচেয়ে বড় রকেট 'স্টারশিপ' তার পরবর্তী ফ্লাইটে সফল হতে পারে। যদি সেটা সম্ভব হয় তখনই আমার স্বপ্ন সত্যি হবে। এক কথায় বাস্তবে রূপ নেবে। স্পেসএক্স তিন থেকে চার বছরের মধ্যে মঙ্গলে একটি মহাকাশযান অবতরণ করাতে পারে। আর সেই মহাকাশে করেই মানুষ যাবে মঙ্গলে। '

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতকে ‘মিথ্যার যুদ্ধ’ বলে আখ্যা ইলন মাস্কের

তিনি আরও বলেন, আমরা একগ্রহে বসবাস করা প্রজাতি হিসেবে না বরং ভিন্ন ভিন্ন গ্রহে পা রাখা প্রজন্ম হতে চাই। ২০২১ সালে এক বক্তব্য দিয়ে ইলন মাস্ক মঙ্গলগ্রহে গিয়ে একটি শহর নির্মাণ করার ইচ্ছাও ব্যক্ত করেন। (সূত্র: বিজনেস ইনসাইডার)

news24bd.tv/SC