নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক বাইডেনের

নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আরএফআই

নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক বাইডেনের

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় নাভালনির মৃত্যুতে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় উল্লেখ করে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: সিবিএস নিউজ

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস জানিয়েছে, এই রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন জোর দিয়ে বলেন, অ্যালেক্সেই নাভালনির উত্তরাধিকার রাশিয়া ও সারা বিশ্বের মানুষ বহন করবে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করবে। তিনি আরও বলেন, সারা বিশ্বের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ে নাভালনির কাছ থেকে অনুপ্রেরণা পাবে। এ সময় বাইডেন জানান, তাঁর সরকার আজ শুক্রবারই রাশিয়ার বিরুদ্ধে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে।  

ইতোমধ্যেই এই বৈঠকের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে হোয়াইট হাউস।

ছবিগুলোতে দেখা যায়, নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে সহানুভূতিপূর্ণ আলিঙ্গন করছেন প্রেসিডেন্ট বাইডেন।

আরও পড়ুন: নাভালনিকে গোপনে দাফনের চেষ্টা চলছে: লুদমিলা নাভালনায়া

বৃহস্পতিবার লস এঞ্জেলেসের গণমাধ্যমকর্মীদের পুতিন বলেন, ‘আজকে আমার অ্যালেক্সেই নাভালনির স্ত্রী এবং কন্যার সঙ্গে সাক্ষাত করার সৌভাগ্য হয়েছে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নাভালনী অসীম সাহসী ছিলেন এবং এটি একটি চমৎকার বিষয় যে তার স্ত্রী ও কন্যাও সেটিই ফুটিয়ে তুলছে। ’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তার প্রশাসন অতি শীঘ্রই নাভালনির হত্যাকারী রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানেও পুতিনের বিপক্ষে পারমাণবিক যুদ্ধের আশাঙ্কার কথা তুলে ধরেন বাইডেন।

গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার একটি কারাগারে সাজা ভোগ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে ৪৭ বছর বয়সী অ্যালেক্সেই নাভালনির মৃত্যু হয়। এখনও নাভালনির মৃতদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়নি।

news24bd.tv/DHL