ইরাকে দলগত ইভেন্টে ব্রোঞ্জ বাংলাদেশের 

সংগৃহীত ছবি

ইরাকে দলগত ইভেন্টে ব্রোঞ্জ বাংলাদেশের 

অনলাইন ডেস্ক

ইরাকের বাগদাদে চলতি এশিয়া কাপ আরচারির স্টেজ-১ র‌্যাংকিং টুর্নামেন্টে কম্পাউন্ড মিশ্র বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। স্বাগতিক ইরাককে হারিয়েই এই পদক অর্জন করেছেন কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তপু রায় ও মেঘলা।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) কম্পাউন্ড দলগত ইভেন্টগুলোর পদক নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ শুধু মিশ্র বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে ছিল।

প্রথম সেটে বাংলাদেশ ৩৬-৩৪ পয়েন্ট ও পরের সেটে এগিয়ে ছিল ৩৭-৩৬ পয়েন্টে। শেষ দুই সেটে সমতা ছিল ৩৭-৩৭, ৩৮-৩৮ পয়েন্টে। চার সেট মিলিয়ে বাংলাদেশ ১৪৮ আর ইরাক ১৪৫ স্কোর করে।

তিন পয়েন্ট বেশি পাওয়ায় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

কম্পাউন্ড মিশ্র বিভাগে ৬টি দেশ অংশগ্রহণ করেছে। ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

আগামীকাল সব ব্যক্তিগত ও রিকার্ভ দলগত ইভেন্টের খেলা রয়েছে। বাংলাদেশ রিকার্ভ ব্যক্তিগত পুরুষে খেলবে ব্রোঞ্জের জন্য। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে স্বর্ণের লড়াই এবং মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জের জন্য খেলবে।

news24bd.tv/SHS