বইমেলায় মানস পালের কাব্যগ্রন্থ ‘অপাঙক্তেয় পঙক্তিমালা’

কবি মানস পাল

বইমেলায় মানস পালের কাব্যগ্রন্থ ‘অপাঙক্তেয় পঙক্তিমালা’

অনলাইন ডেস্ক

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি মানস পালের প্রথম কাব্যগ্রন্থ ‘অপাঙক্তেয় পঙক্তিমালা’। বইটি পাওয়া যাবে শিখা প্রকাশনীর ৩০০-৩০৩ নম্বর স্টলে।

কবিতা এবং লেখালেখির জগতের সাথে মানস পালের সখ্যতা দীর্ঘদিনের। সব সময়ই যাপিত জীবনে প্রকৃতির প্রভাবকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেছেন কবি।

তার একান্ত নিবিড় অনুভবের সুললিত বহিঃপ্রকাশই কাব্যগ্রন্থ ‘অপাঙক্তেয় পঙক্তিমালা’। এই কাব্যগ্রন্থে তিনি নাগরিক যান্ত্রিকতাকে ছাপিয়ে জীবনকে নতুনভাবে দেখতে চেয়েছেন।  

ধরার চেষ্টা করেছেন বর্ষাকে। শহুরে বৃষ্টির প্রচ্ছন্ন কোমলতা ও কাব্যিকতা ফুটিয়ে তুলতে চেয়েছেন কলমের আঁচড়ে।

কোলাহলকে দিতে চেয়েছেন ভালবাসার অন্যরূপ। অকৃত্রিম ও প্রাঞ্জল ভাষায় তিনি নিজের জীবনবোধকে তুলে ধরেছেন পাঠকের সামনে।

মানস পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট এর ছাত্র ছিলেন। বর্তমানে তিনি বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড এর এক্সিকিউটিভ বিজনেস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।  

news24bd.tv/কেআই