হাটহাজারীতে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

হাটহাজারীতে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাহাত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে পৌরসভার নুর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।  

নিহত রাহাত পৌরসভার আলীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, রাহাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার পর পৌরসভার নুর মসজিদের পশ্চিম পাশে মাওলানা হাবিবুল্লাহর বাড়িতে চুরি করতে যায় রাহাত। এ সময় আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে চোর-চোর বলে চিৎকার করলে সে পালানোর চেষ্টা করে।

এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষ অবস্থায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, সকালে জরুরি বিভাগে আনা হলেও তার আগেই রাহাতের মৃত্যু হয়।

news24bd.tv/কেআই