রমজানে বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন দীপু মনি

ফাইল ছবি

রমজানে বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন দীপু মনি

অনলাইন ডেস্ক

রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার বলে জানালেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, একশ্রেণীর ব্যবসায়ী শুধু যে রোজায় তা নয়, সারা বছরই তারা অধিক মুনাফার লোভে বাজারদর অস্থিতিশীল করে রাখে।

তাই সবার সম্মিলিত চেষ্টায় এমন পরিস্থিতির অবসান ঘটাতে হবে। কারণ, ইসলাম মানুষকে মূল্যবোধের শিক্ষা দেয়।

ডা. দীপু মনি আরও বলেন, মানুষকে জিম্মি কিংবা হয়রানি করে ব্যবসা নয়। শুধু লেবাসে নয়, ধর্মীয় অনুশাসন মেনে চললে মজুতদারির অতিরিক্ত মুনাফার প্রবণতা থাকে না।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক