ফরিদপুর-বরিশালে ২০২৭ এর আগে গ্যাস দেয়া সম্ভব নয় : জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ফরিদপুর-বরিশালে ২০২৭ এর আগে গ্যাস দেয়া সম্ভব নয় : জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পদ্মাসেতু দিয়ে গ্যাসের পাইপলাইন থাকলেও ২০২৭ সালের আগে ফরিদপুর-বরিশাল এলাকায় গ্যাস দেয়া সম্ভব নয় বলে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে এসব বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিল্পাঞ্চল পরিকল্পিতভাবে গড়ে না উঠলে গ্যাস সংযোগ দেয়া হবে না।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, এখন আর কুইক রেন্টাল নেই।

ডিজেল পাওয়ার প্লান্টও বন্ধ করে দেয়া হয়েছে। কোনো প্লান্টকে জরিমানা দেয়নি সরকার।

news24bd.tv/FA