বাংলাদেশে ফিরেই বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য হাথুরুর 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে - সংগৃহীত

বাংলাদেশে ফিরেই বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য হাথুরুর 

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই ছুটিতে ছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দীর্ঘদিনের এ ছুটিতে মাঠে বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেখা হয়নি তার। তবে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দেশে ফিরেই এই টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হাথুরু। বিপিএলে খেলা ক্রিকেটারদের মান নিয়ে তো প্রশ্ন করেছেনই, সঙ্গে দুই-এক ম্যাচ পরপর বিদেশি খেলোয়াড় যাওয়া-আসাকে তিনি তুলনা দিয়েছেন সার্কাসের সঙ্গে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে নানা বিষয়ে কথা বলেছেন। এরমধ্যে বিপিএল নিয়ে তিনি ছিলেন বেফাঁস। হাথুরু বলেন, ‘আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি২০ টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে।

আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারের কোনো (পর্যাপ্ত) ক্লাসই নেই। ’

বিদেশি ক্রিকেটারদের যাওয়া-আসা নিয়ে হাথুরুসিংহে চাওয়া আইসিসি একটা পদক্ষেপ নিক। তিনি বলেন, ‘বর্তমানে প্রচলিত পদ্ধতিটাই বড় বিষয়। আইসিসির এ ব্যাপারে কিছু উচিত কিছু পদক্ষেপ নেওয়া, কিছু নিয়ম বেধে দেওয়া যেতে পারে। একজন ক্রিকেটার নির্দিষ্ট সময়ে একটি টুর্নামেন্টেই অংশ নেওয়া উচিত, তারপর সেটি শেষ হলে অন্যটিতে। অন্যথায় এটি সার্কাসে পরিণত হয়। ’

স্থানীয়দের শেখার জন্য জন্য বিপিএলে আরও বেশি সুযোগ চাইছেন তিনি, ‘আমাদের একটি টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের খেলোয়াড়রা শীর্ষ তিনে ব্যাটিংয়ের মতো কিছু করতে পারবে... বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে আমরা কোথা থেকে এসব শিখব? আমাদের এই একটিই টুর্নামেন্ট। ’

ঘরোয়া পর্যায়ে টি২০ টুর্নামেন্টের মান এমন হলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ কীভাবে ভালো করবে সেই প্রশ্ন রেখেছেন হাথুরুসিংহে, ‘আমার পরামর্শ হলো, বিপিএলের আগে আমাদের আরেকটা টুর্নামেন্ট আয়োজন করা হোক। এখানে ফ্র্যাঞ্চাইজিরা তাদের যা ইচ্ছা সেটাই করে। অনেক ভালো খেলোয়াড় খেলতে পারছে না। তাহলে কীভাবে প্রত্যাশা করেন বাংলাদেশ অন্য দলগুলোর মতো ভালো করবে?’

news24bd.tv/SHS