জনগণের আস্থা থাকলে ভোটের চিন্তা করতে হয় না : প্রধানমন্ত্রী

জনগণের আস্থা থাকলে ভোটের চিন্তা করতে হয় না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জনগণের প্রতিনিধিদের বড় কথা জনগণের আস্থা অর্জন করা। জনগণের আস্থা যারা অর্জন করতে পারে তাদের ভোটের চিন্তা করতে হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠানে বক্তব্যকালে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময় জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশ দেন কমিশনের চিন্তা করে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা যাবে না।

আরও পড়ুন : 'ফরিদপুর-বরিশালে ২০২৭ এর আগে গ্যাস দেয়া সম্ভব নয়'

প্রধানমন্ত্রী এসময় তার উপহারের ভূমি ও ঘর পাওয়া মানুষের খোঁজখবর রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। বলেন, আপনার তাদের খোঁজ নেবেন। এতে আপনাদেরই (জনপ্রতিনিধি) লাভ হবে।

সারাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।

সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

news24bd.tv/FA