জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : পরিবেশমন্ত্রী

ফাইল ছবি

জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে আর্থিকভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করবে  বলে জানালেন বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তবে কী পরিমাণ সহায়তা প্রয়োজন তা বাংলাদেশ পরবর্তীতে চাহিদা অনুযায়ী তাদের জানাবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন,  জলবায়ু উন্নয়নসহ পরিবেশ সংক্রান্ত যেকোনো বিষয়ে উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যেসব দেশ জলবায়ু পরিবর্তনে বেশী ভুক্তভোগী তার মধ্যে বাংলাদেশ আছে। বাংলাদেশকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে যুক্তরাষ্ট্র আর্থিক এবং কারিগরি উভয় ক্ষেত্রেই সহযোগিতা করবে এমনটা আশ্বাস দিয়েছেন মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

এসময় পরিবেশমন্ত্রী বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে।

ঢাকা বায়ু দূষণে ১ নম্বর হচ্ছে এটার জন্য ইটভাটাই দায়ী নয়, জ্বালানির ব্যবহারসহ উন্মুক্তভাবে ইট বালু পরিবহন এবং অবকাঠামো নির্মাণও এর জন্য দায়ী। পুরনো পদ্ধতি থেকে বের হয়ে ব্লক ইটের ব্যবহার বাড়াতে হবে। এখন আছে মাত্র ১০ শতাংশ ব্লক ইটের ব্যবহার।

news24bd.tv/FA