খুলনায় কার্বন ফ্যাক্টরিতে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

খুলনায় কার্বন ফ্যাক্টরিতে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা উপজেলার মীনকো নামে একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার তিলক নামক স্থানে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় থাকা পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, রোববার সকালে রূপসার কুদির বটতলার তিলকে পাটখড়ি পুড়িয়ে কার্বন বানানোর কারখানায় আগুন লাগে। এসময় কারখানার সামনের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্বন তৈরির জন্য মজুদ রাখা পাটখড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের রূপসা ও টুটপাড়াসহ খুলনার ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, ফ্যাক্টরিতে পাটখড়ি শুকিয়ে বিভিন্ন পদ্ধতিতে কার্বন তৈরি করা হয়। বস্তায় মজুদ থাকা কেমিক্যালে পানি ছেটানোর সময় আগুনের ধোঁয়া অনেক উঁচু পর্যন্ত উঠেছিল। ঝুঁকিপূর্ণ অবস্থায় কর্মীরা সতর্ক থাকায় হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক