বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা 

বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা 

অনলাইন ডেস্ক

জার্মানীতে অনুষ্ঠিতব্য ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'গোল্ডেন বিয়ার' পুরস্কার পেয়েছে ডকুমেন্টারি ছবি 'ডাহোমি'।  ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্কো-সেনেগালিজ পরিচালক মাতি ডিওপ।

শনিবার রাতে জার্মানীর রাজধানী বার্লিনে জাকজমপূর্ণ গালা অনুষ্ঠানের আসর বসে।  পৃথিবীর অন্যতম পুরোনো এই উৎসবের দিকে চোখ ছিল অনেক সিনেমাপ্রেমীর।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবারের আসর। আসরে শেষ দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারে আসরে ইসাবেল হুপার্টের 'এ ট্র্যাভেলার্স নিডস' ছবি রানার আপ হয়েছে। দক্ষিণ কোরিয়ান এই ছবি রানার-আপ গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে।

ছবিটি পরিচালনা করেছেন হং সাং সু।

৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফরাসি ছবি 'দ্য এম্পায়ার' তৃতীয় স্থান পেয়ে জুরি পুরস্কার ঘরে তুলেছে।  

'পেপে' ছবির জন্য বেস্ট ডিরেক্টসের পুরস্কার পেয়েছেন ডোমিনিকান চলচ্চিত্র নির্মাতা নেলসন কার্লো দে লস সান্তোস আরিয়াস।

আরও পড়ুন: বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রথমবার নেপালি ছবি 'শাম্ভালা'

সেরা পারফরম্যান্স 'সিলভার বিয়ার' পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। 'এ ডিফারেন্ট ম্যান' ছবির জন্য তিনি এ পুস্কারর জেতেন।

৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধান ছিলেন কেনিয়ার অভিনেত্রী লুপিতা নিয়ং’ও। ‘গোল্ডেন ও সিলভার বিয়ার’ এই দুই বিভাগে বিজয়ী চলচ্চিত্র বাছাইয়ে জুরিদের নেতৃত্ব দেন তিনি।

news24bd.tv/TR