সাউথ ক্যারোলাইনায় নিকি হ্যালিকে হারালেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি।

সাউথ ক্যারোলাইনায় নিকি হ্যালিকে হারালেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

শনিবার ( ২৪ ফেব্রুয়ারি)মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলাইনা রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়নের প্রতিযোগিতায় নিকি হ্যালিকে সহজেই হারিয়ে দিলেন। সাউথ ক্যারোলাইনায় মোট ভোটের প্রায় অর্ধেকের বেশি, ৫৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিকি হ্যালি পেয়েছেন ৩৯ দশমিক ৭ শতাংশ ভোট।
সাউথ ক্যারোলাইনার একজন স্থানীয় বাসিন্দা এবং দুই মেয়াদে জয়ী গভর্নর হওয়া সত্ত্বেও ট্রাম্পের কাছের হারলেন হ্যালি।

এডিসন রিসার্চ প্রজেক্টের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা সাতটায়। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকান পার্টি এখন যেমন আছে, আমি কখনোই তেমন ঐক্যবদ্ধ দেখিনি। ’ ৩০ মিনিট ধরে দেওয়া ওই বক্তব্যে ট্রাম্প একবারও হ্যালির নাম উল্লেখ করেননি।
এরআগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডসে  হ্যালিকে হারানোর পর এখন তার নিজের অঙ্গরাজ্যেও ট্রাম্প আধিপত্য বিস্তার করলেন।
আগামী ৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।  

news24bd.tv/ডিডি