নড়াইলে পলাতক মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইলে পলাতক মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন ছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে আসামী পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তর নাম তরিকুল ইসলাম, যশোর মনিরামপুর উপজেলার শ্যামকুল গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে তরিকুল ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ২০১২ সালের ২৮ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রাম থেকে স্থানীয় পেড়লী ফাঁড়ি পুলিশের হাতে আটক হয়।

কালিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেল হাজতে পাঠানো হয়। সেখান থেকে এক পর্যায়ে জামিনে মুক্ত হয়ে আসামি পালিয়ে যায়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রোববার রায়ের ধার্য দিনে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

news24bd.tv/FA