প্রাণিসম্পদে উৎপাদিত পণ্য রপ্তানিতে সরকার কাজ করছে : আব্দুর রহমান

প্রাণিসম্পদে উৎপাদিত পণ্য রপ্তানিতে সরকার কাজ করছে : আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো আব্দুর রহমান।

রোববার রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এগ্রো বিজনেস প্ল্যানিং, টেকনোলজিস অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইস অ্যান্ড ইমপ্লিমেনটেশন সাপোর্ট বিষয়ক চূড়ান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তর ও পরামর্শক প্রতিষ্ঠান যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে এলডিডিপি প্রকল্প নেয় সরকার।

এর উদ্দেশ্য, খামারি পর্যায়ে বিদ্যমান প্রতিটি গবাদিপশুর উৎপাদনশীলতা ২০ শতাংশ বৃদ্ধি করা।

২০১৯ সালের জানুয়ারিতে এই প্রকল্প শুরু হয়। তিন পার্বত্য জেলা ছাড়া ৬১টি জেলার ৪৬৫ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রকল্পের সুফল পাচ্ছে ১ লাখ ৯০ হাজার খামারি।

প্রকল্পে ব্যয় ধরা হয় ৪ হাজার ২৮০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক সহায়তা দিচ্ছে প্রায় ৩ হাজার ৮৮৫ কোটি ৭৩ লাখ টাকা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক