হাইকোর্টের দারস্থ হিরো আলম

হিরো আলম

হাইকোর্টের দারস্থ হিরো আলম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি।

তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে আবেদন করেছি। একটু পর শুনানি হবে।

’ মনোয়নপত্র ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি শেষে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন।  

ভোটারদের সমর্থনের স্বাক্ষরে জালিয়াতির অভিযোগে গত ২৮ নভেম্বর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা দেওয়া হয়।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর