সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হচ্ছেন যে ৫০ প্রার্থী

সংসদ অধিবেশন

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হচ্ছেন যে ৫০ প্রার্থী

সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার আজ রোববার এ তথ্য জানান। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশিত হবে বলেও  জানান তিনি।

আওয়ামী লীগ থেকে ৪৮টি সংরক্ষিত আসনে এবং বাকি দুটি সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা।

জাতীয় পার্টির ২

সালমা ইসলাম

নুরুন নাহার।

আওয়ামী লীগের ৪৮

রেজিয়া ইসলাম

দ্রৌপদী বেবি আগরওয়াল

আশিকা সুলতানা

রোকেয়া সুলতানা

কোহেলী কুদ্দুস

জারা জাবীন মাহবুব

রুনু রেজা

ফরিদা আক্তার বানু

মোসা. ফারজানা সুমি

খালেদা বাহার

নাজনীন নাহার রশীদ

ফরিদা ইয়াসমিন

উম্মি ফারজানা ছাত্তার

নাদিয়া বিনতে আমিন

মাহফুজা সুলতানা

পারভীন জামান

আরমা দত্ত

লায়লা পারভীন

মন্নুজান সুফিয়ান

বেদৌরা আহমেদ সালাম

শবনম জাহান

পারুল আক্তার

সাবেরা বেগম

শাম্মী আহমেদ

নাহিদ ইজাহার খান

ঝর্না হাসান

ফজিলাতুন নেসা

সাহিদা তারেখ

অনিমা মুক্তি গোমেজ

শেখ আনার কলি

মাসুদা সিদ্দিক রোজী

তারানা হালিম

বেগম শামসুন নাহার

মেহের আফরোজ

অপরাজিতা হক

হাছিনা বারী চৌধুরী

নাজমা আকতার

রুমা চক্রবর্তী

ফরিদুন্নাহার লাইলী

আশ্রাফুন নেছা

কানন আরা বেগম

শামীমা হারুন

ফরিদা খানম

দিলোয়ারা ইউসুফ

ওয়াসিকা আয়শা খান

জ্বরতী তঞ্চঙ্গ্যা

সানজিদা খানম

মোছা. নাসিমা জামান

news24bd.tv/আইএএম