ঝালকাঠিতে অনলাইন মার্কেটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলার সকল পেয়ারা চাষি ও শীতলপাটির কারিগরদের নিয়ে অনলাইন বেইজ মার্কেটিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠিতে অনলাইন মার্কেটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার সকল পেয়ারা চাষি ও শীতলপাটির কারিগরদের নিয়ে অনলাইন বেইজ মার্কেটিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

আরও পড়ুন: মহিষের দুধের পায়েস খাওয়ানোর মধ্য দিয়ে এমপিকে সংবর্ধনা

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

কর্মশালায় চার শতাধিক পেয়ারা চাষি ও শীতলপাটির কারিগর অংশ নেন। কর্মশালায় পেয়ারা চাষি ও শীতলপাটির কারিগরদের উন্নয়নে অনলাইন বেইজ মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করা হয়।

news24bd.tv/ab