‘প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে’

প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছেন এক শিক্ষক (ছবি: সংগৃহীত)

‘প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে’

অনলাইন ডেস্ক

আগামী চার মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে  ময়মনসংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-নেপ মিলনায়তনে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ফরিদ আহমদ বলেন, সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান।

২০৩০ সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩০ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩১ -এ দাঁড়িয়েছে। আমরা আশাবাদী ২০২৪ সালের মধ্যেই এ অনুপাত ১:৩০ হবে।

কাজের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, ইতোপূর্বে সাতটি বিভাগে আমরা গিয়েছি, তারই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহে।

গত বছর প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ বিভাগে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি অনেকটা ভালো ছিল। কিন্তু এ বছর কিছুটা পিছিয়ে রয়েছে। এ কর্মশালার মাধ্যমে কাজের গতিকে আরও ত্বরান্বিত করতে চাই। ৩৯টি মন্ত্রণালয়ের মধ্যে এডিবি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা প্রথম সারিতে। প্রায় সকল ডেভেলপমেন্ট পার্টনার প্রাথমিক শিক্ষার সাথে কাজ করছে। দেশে প্রাথমিক শিক্ষায় যথেষ্ট অবকাঠামোর কাজ হয়েছে। ’
news24bd.tv/আইএএম