অতিরিক্ত সময়ের নাটকীয়তায় চেলসিকে হারিয়ে লিভারপুলের শ্রেষ্ঠত্ব অর্জন

ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) শিরোপা নিয়ে উচ্ছ্বসিত লিভারপুল (ছবি: দ্য মিরর)

অতিরিক্ত সময়ের নাটকীয়তায় চেলসিকে হারিয়ে লিভারপুলের শ্রেষ্ঠত্ব অর্জন

অনলাইন ডেস্ক

ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে চেলসিকে হারালো লিভারপুল। ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের একমাত্র গোলটি আসে ম্যাচের অতিরিক্ত সময়ের ১১৮ মিনিটে। আর তাতেই ১-০ ব্যবধানে রোমাঞ্চকর এক ফাইনাল উপহার পেলো ফুটবলভক্তরা।

বিদায়ী কোচ ক্লপকে মৌসুমের সম্ভাব্য ৪ শিরোপাই (ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা ইউরোপা লিগ) উপহার দিলো লিভারপুল।

ম্যাচশেষে তাইতো লিগ কাপটি ক্লপের হাতে তুলে দিতে ভুলেননি ফন ডাইক।

দীর্ঘ ৬৪ বছরের লিগ কাপ ইতিহাসে এবং একবিংশ শতাব্দীর হিসেবে সবচেয়ে দেরিতে পাওয়া জয়সূচক গোলের রেকর্ডও হয়েছে এই ম্যাচে।

যদিও লিভারপুল ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে প্রথম গোলটি করে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে হেড পেয়ে চেলসির জালে বল জড়ান ফন ডাইক।

কিন্তু ভিএআর বিশ্লেষণে ধরা পড়ে যে ফন ডাইক অফসাইডে ছিলেন। কিন্তু শেষ অব্দি ফন ডাইকের ব্যবধান গড়ার ম্যাচটিতে চেলসির সমর্থকদের হতাশ করে প্রথম ক্লাব হিসেবে ১০ বার লিগ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল লিভারপুল।

আরও পড়ুন: হেতাফেকে নিয়ে বার্সার ছেলেখেলা

উল্লেখ্য, দুই বছর আগে ইংলিশ লিগ কাপের (কারাবাও কাপ) ফাইনালে লিভারপুল-চেলসি মুখোমুখি হয়েছিলো। সেইবারও ৯০ মিনিটে খেলার ফলাফল না আসায় টাইব্রেকার হয়। ২১ শটের সেই টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় লিভারপুল।

news24bd.tv/SC