আর্চারির ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রুপাতেই সন্তুষ্টি

দুটি রুপা এবং একটি ব্রোঞ্জ পদক রয়েছে বাংলাদেশের ঝুলিতে (ছবি: সংগৃহীত)

আর্চারির ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রুপাতেই সন্তুষ্টি

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ আর্চারির দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে। শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে হেরে রুপা জিতেই খুশি থাকতে হলো বাংলাদেশকে। ভারত জিতে নিয়েছে স্বর্ণ।

প্রথম ফাইনালে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে হাকিম আহমেদ, সাগর ইসলাম এবং আবদুর রহমানকে নিয়ে গড়া বাংলাদেশের দলটি ২-৬ সেট পয়েন্টে ভারতের কাছে হেরেছে।

এর ঠিক পরই হওয়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে অবশ্য কোনো সেটই জিততে পারেনি বাংলাদেশ। সাগর ইসলাম এবং দিয়া সিদ্দিকীর দলটি ০-৬ ব্যবধানে ভারতের কাছে হেরেছে।

যদিও ব্রোঞ্জ জিতে দিনটি শুরু করে বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ মহিলা দলগত বিভাগে দিয়া সিদ্দিকী, সীমা আক্তার এবং ফামিদা সুলতানাকে নিয়ে গড়া দলটি বাংলাদেশের জন্য স্বাগতিক ইরাকের বিপক্ষে ৬-০ সেটে জয় তুলে নেয়।

আর তাতেই ব্রোঞ্জ লাভ করে বাংলাদেশ।

এই নিয়ে টুর্নামেন্টে মোট চারটি পদক নিজেদের করে নিলো বাংলাদেশ।

news24bd.tv/SC