বুরকিনা ফাসোর গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ১৫

(ছবি: ওয়াশিংটন পোস্ট)

বুরকিনা ফাসোর গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ১৫

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই হামলাকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব গণমাধ্যমগুলো। ইসাকানের এই হামলায় ঘটনাস্থলেই ১২ জন্য ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী মৃত্যুবরণ করেন।

বাকি তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলেও তাদেরকে আর বাঁচানো সম্ভব হয়নি।

যদিও এই ঘটনা নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য দেয়নি বুরকিনা ফাসো। কোনো সন্ত্রাসী সংগঠন এই হামলার দায়ও স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল গির্জা।

সেখানকার যাজকদের অপহরণও ছিলো সন্ত্রাসীদের অন্যতম লক্ষ্য।  

আরও পড়ুন: রাশিয়ার আক্রমণে ৩১,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে: জেলেনস্কি

উল্লেখ্য, বুরকিনা ফাসোর সরকার দেশটির প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সেই স্থানগুলোতে সশস্ত্র পক্ষগুলো সক্রিয় থাকায় বছরের পর বছর ধরে শত শত মানুষ প্রাণ হারান। এদিকে বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও অধিক মানুষ। ২০২২ সালে দেশটিতে দুবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী অশান্ত অঞ্চলগুলোতে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।  (সূত্র: এবিসি নিউজ)

news24bd.tv/SC