বদলি হিসেবে নেমে রিয়ালকে জয় এনে দিলেন মদরিচ

গোলের পর সতীর্থদের সঙ্গে উল্লাস করছেন লুকা মদরিচ (ছবি: সংগৃহীত)

বদলি হিসেবে নেমে রিয়ালকে জয় এনে দিলেন মদরিচ

অনলাইন ডেস্ক

বয়স তার ৩৮। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য লুকা মদরিচ কতোটা প্রয়োজনীয় তা আবারও প্রমাণ হলো সেভিয়ার বিপক্ষে। নিজেদের মাঠে এই অভিজ্ঞ মদরিচের গোলের সুবাদে ১-০ তে জয় নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ।

যদিও বার্নাব্যুতে রিয়াল খুব বেশি একটা সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল আসেনি। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বদলি হিসেবে নামেন লুকা মদরিচ। মাঠে নেমেই মাত্র ৬ মিনিটের মাথায়, ম্যাচের ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে গতিময় এক শটে সেভিয়ার জালে বল জড়িয়ে রিয়ালকে এগিয়ে নেন মদরিচ।

এরপর যদিও আরেকটি গোলের সম্ভাবনা তৈরি করেছিলো রিয়াল।

কিন্তু লুকাস ভাসকেজের শটটি সেভিয়ার জালে জড়ালেও ভিআর দেখে রেফারি সেই গোলটি বাতিল ঘোষণা করেন। অবশেষে ১-০ ব্যবধানেই ম্যাচটি শেষ হয়।

আরও পড়ুন: ইনজুরি সময়ে মেসির গোলে হার এড়াল মায়ামি

এই জয় নিয়ে শীর্ষে অবস্থান করা রিয়ালের পয়েন্ট হয়েছে ২৬ ম্যাচে ৬৫। এর আগে হেতাফেকে উড়িয়ে দিয়ে জিরোনাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে কার্লো আনচেলত্তির দল। ২৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৭। ১ ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জিরোনা।

news24bd.tv/SC