পোস্তগোলা সেতু বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

পোস্তগোলা সেতু বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পোস্তগোলা সেতু মেরামতের পঞ্চম দিনে আজ একেবারেই বন্ধ রাখা হয়েছে সেতু দিয়ে যান চলাচল। এদিন সকাল থেকে দুটি গার্ডার মেরামত ও রেট্রো ফিটিং অংশে ঢালাইয়ের কাজ করছে সড়ক নির্মাণ শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা।

সেতুতে যান চলাচল বন্ধ থাকায় বহু মানুষকে দেখা গেছে যারা পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে।

তারা বলছেন, অনেকে বিষয়টি আগে থেকে জানতেন না। জরুরী কাজে বেরিয়ে তারা সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছেন।

গত চারদিন সেতুতে সীমিত আকারে চালু যান চলাচল করেছে। তবে সারাদিন ঢালাইয়ের কাজের জন্য আরও আগেই যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

সেতুর সংস্কার কাজ চলবে ৮ মার্চ পর্যন্ত। আগামী ১, ৪ এবং ৮ মার্চও সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। ৯ মার্চ থেকে সেতুতে পুরোপুরি যানচলাচল শুরু হবে। গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সেতুটির সংস্কার কাজ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক