শুল্ক কমানোর পরেও লাগামহীন খেজুরের বাজার

সংগৃহীত ছবি

শুল্ক কমানোর পরেও লাগামহীন খেজুরের বাজার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে লাগামহীন খেজুরের বাজার। ইচ্ছেমত দামে খেজুর বিক্রি করছেন ব্যবসায়ীরা। দোকান ভেদে একই খেজুরের দামে পার্থক্য দেখা যাচ্ছে ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।

সোমবার সকাল থেকে রাজশাহীর সাবেহ বাজারের বিভিন্ন খেজুরের দোকানে গিয়ে দেখা যায় এই চিত্র।

প্রতি কেজি দাবাস খেজুর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, সুক্কারি খেজুর ২০০ থেকে ৪৫০ টাকা, আজোয়া খেজুর ১০০০ থেকে ১৩০০ টাকা, মরিয়ম খেজুর ১০০০ থেকে ১১৫০ টাকা, মিপজল খেজুর ১২০০ থেকে ১৮০০ টাকা।

বিক্রেতারা জানান, কয়েকদিন থেকেই খেজুরের দাম বাড়ছে। প্রতিদিনই দাম বেড়েই চলছে। ফলে যারা আগে খেজুর মজুদ করে রেখেছিলেন তারা এক রকম দাম নিচ্ছেন।

আর যারা এখন খেজুর পাইকারি কিনছেন তারা বেশি দামে খুচরা বিক্রি করছেন। এসব কারণে দামের পার্থক্য হচ্ছে। দাম আরও বাড়বে বলেও জানান বিক্রেতারা।

সরকার শুল্ক কমালেও খেজুরের লাগামহীন দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। ফলে শুল্ক কমানোর কোন সুফল মিলছে না। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর মনিটরিং চান ক্রেতারা।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, খেজুরের বাজারে নৈরাজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। ভোক্তা অধিকার ও ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করে দাম নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক