জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বরাদ্দ যথেষ্ট নয়: পরিবেশমন্ত্রী

পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বরাদ্দ যথেষ্ট নয়: পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের ২৪টি মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রীর বাসভবনে জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর গোইন লুইসের সাথে জলবায়ু নিয়ে এক আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আরও পড়ুন: মেয়াদ শেষ হওয়ায় ১০ রাষ্ট্রদূতকে ঢাকায় তলব

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের আরও অর্থায়ন প্রয়োজন। তাই জাতিসংঘের বিভিন্ন সংস্থা আর্থিকভাবে কতটুকু সহায়তা করবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

আলোচনা শেষে দেশের বন্যা প্রতিরোধে জাতিসংঘ বিশেষভাবে কাজ করবে বলে জানান গোইন লুইস।

news24bd.tv/ab