হেসে-খেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল

হেসে-খেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিয়ে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে হেসেখেলেই চট্টগ্রামকে হারিয়েছে বরিশাল। দলটি ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ৩১ বল হাতে রেখে।

 

চট্টগ্রামকে বিদায় করে ফাইনালে ওঠার লড়াইয়ে যেতে বরিশালের দরকার ছিল মোটে ১৩৬ রান।

সেই রান তাড়ায় নেমে সৌম্য সরকার ‘ডাক’ মেরে ফিরলেও জয় পেতে কোনো কষ্টই হয়নি বরিশালের। উল্টো চট্টগ্রামকে রীতিমতো পিষে দিয়েছে দলটি।  

পাওয়ারপ্লেতেই বরিশাল স্কোরবোর্ডে তুলে ফেলে ৭৩ রান। ম্যাচ কার্যত সেখানেই শেষ হয়ে যায়।

ঝড়ের শুরুটা অবশ্য করেন তামিম ইকবাল। দ্বিতীয় ওভারে তিনি তিন চার হাঁকানোর পর শুভাগত হোমের এক ওভারেই তিন ছক্কা আর দুই চার মারেন কাইল মেয়ার্স। এ দুজন দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৯৮ রান।

মেয়ার্স ২৬ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নিলেও তামিম শেষ পর্যন্ত থেকে যান অপরাজিত। ৪৩ বলে ৫২ রান করেন তিনি। এটি তামিমের টানা দ্বিতীয় ফিফটি, এই ফিফটির সৌজন্যে আসরে এখন সর্বোচ্চ রান করা ব্যাটারও বরিশাল অধিনায়ক।  

মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে তামিম ম্যাচ শেষ করার আগে প্রথম ম্যাচ খেলতে নেমে ডেভিড মিলার ১৭ রান করে ফিরে যান। তাকে ফেরান রোমারিও শেফার্ড। এর আগে, সৌম্যকে ফেরান শুভাগত হোম। মেয়ার্সের উইকেট তুলে নেন বিলাল খান।

news24bd.tv/SHS